সেন্ট মার্টিনে এক জালে ১০টি পোপা মাছ, দাম চাইলেন সাড়ে ২০ লাখ টাকা

সেন্ট মার্টিনের জেলে আবদুল গণির জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। আজ সকালে সেন্ট মার্টিন ফিশারিজ ঘাটেছবি: প্রথম আলো

কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলবর্তী বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১১৫ কেজি ওজনের ১০টি পোপা মাছ। ওই জেলে মাছগুলোর দাম হাঁকছেন সাড়ে ২০ লাখ টাকা। আজ সোমবার ভোররাত তিনটার দিকে সেন্ট মার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। দ্বীপে নিয়ে আসার পর মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। মাছগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কালা পোপা’ নামে পরিচিত।

পোপা মাছের অত্যধিক দামের কারণ সম্পর্কে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পোপা মাছের বৈজ্ঞানিক নাম Mycteroperca bonaci। এই মাছের বায়ুথলি (এয়ার ব্লাডার) দিয়ে তৈরি হয় বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা। বায়ুথলির কারণে এই মাছের দাম বেশি। বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপার একটি প্রজাতি পশ্চিম আটলান্টিক মহাসাগরের উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল পর্যন্ত পাওয়া যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় পোপা বিপন্ন প্রজাতির মাছ।

আরও পড়ুন

ট্রলারের মালিক ও মাঝি আবদুল গণি বলেন, গতকাল বেলা তিনটার দিকে চার মাঝি-মাল্লাসহ ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে যান তিনি। রাতে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে দিয়ার ঘাটিবন্যা এলাকায় জাল ফেলেন। ভোররাতে জেলেরা জাল টেনে ওঠাতে গিয়ে দেখেন, জালে ছোট-বড় বিভিন্ন আকারের ১০টি কালা পোপা মাছ আটকা পড়েছে। মাছগুলো ধরা পড়ায় জেলেরা খুবই খুশি হন বলে জানান তিনি। আবদুল গণি বলেন, ‘চাইলেই পোপা মাছ ধরা যায় না। কপাল লাগে, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য, মৌসুমের একটা ব্যাপার আছে। বছরের সব সময় মাছটা ধরা পড়ে না। দীর্ঘদিনের মাছ ধরার অভিজ্ঞতায় এটুকু বুঝি।’

আবদুল গণি বলেন, পোপা মাছগুলো মেপে ওজন হয়েছে ১১৫ কেজি ৫০০ গ্রাম। এর মধ্যে প্রতিটির ওজন ১২ কেজি থেকে ১৭ কেজি পর্যন্ত আছে। সেন্ট মার্টিনে মাছগুলোর দাম উঠেছে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছগুলো ফিশারিজ ঘাটে হিমাগারে রাখা হয়েছে। ভালো দাম পাওয়া না গেলে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনের জেলে আবদুল গণি খুবই ভাগ্যবান মানুষ। প্রতিবছর তাঁর জালে পোপা মাছ ধরা পড়ে। বারবার এই মাছ পাওয়ায় স্থানীয় লোকজন আবদুল গণিকে ‘পোয়া গণি’ নামে ডাকে। সর্বশেষ ২০২২ সালের ৮ নভেম্বর আবদুল গণির ফিশিং ট্রলারে ২৪ কেজি ৯০০ গ্রাম ও ৩০ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি পোপা মাছ ধরা পড়েছিল।