নওগাঁয় একের পর এক পুকুর দখল, লুটপাট

নওগাঁ জেলার মানচিত্র

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর নওগাঁয় জমি ও পুকুর দখল চলছে। অধিকাংশ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই নওগাঁয় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ওই দিনই নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় অবস্থিত সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাসায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ওমর ফারুক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, জেলা যুবলীগের সাবেক সভাপতি খোদাদাদ খান, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার, খাদ্যমন্ত্রীর মেয়ে সোমা মজুমদারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল থেকে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় নওগাঁ জেনারেল হাসপাতাল–সংলগ্ন প্রায় ২০ বিঘা আয়তনের একটি সরকারি পুকুরে জাল নামিয়ে মাছ লুট করে দখল করে নেন একদল লোক। সরকারি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ। এ ছাড়া নওগাঁ পৌরসভার শিবপুর এলাকায় বাইপাস সড়ক–সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন তিনটি পুকুরের মাছ লুটপাটের ঘটনা ঘটে গত মঙ্গলবার। ওই তিনটি পুকুরের মালিক দেওয়ান ছেকার আহমেদ।

দেওয়ান ছেকার আহমেদ মুঠোফোনে বলেন, ‘সরকারের কাছ থেকে লিজ নিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকায় একটি পুকুরে আমি মাছ চাষ করে আসছিলাম। আমি তো কারও কাছ থেকে পুকুর দখল করে নিইনি। বিদ্যমান পরিস্থিতিতে আমি আত্মগোপনে আছি। আমার অনুপস্থিতির সুযোগে বিএনপি নেতাদের ইন্ধনে স্থানীয় লোকজন আমার পুকুর থেকে মাছ লুট করে নিয়েছে। এ ছাড়া শিবপুর এলাকায় আমার মালিকানাধীন তিনটি পুকুরের মাছও লুটপাট করেছে বিএনপির নেতা-কর্মীরা। এতে আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দেশের যে পরিস্থিতি, তাতে বিচার পাওয়ার কোনো উপায় নেই।’
নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছোট ভাই মনোরঞ্জন মজুমদারের দখলে থাকা প্রায় ১০০ বিঘা আয়তনের সরকারি একটি দিঘির মাছ লুট করা হয়েছে।

আরও পড়ুন

মনোরঞ্জন মজুমদারের ভাতিজা জীবন মজুমদার বলেন, ‘সরকারের কাছ থেকে লিজ নিয়ে কাকা ওই দিঘিতে মাছ চাষ করে আসছিলেন। সোমবার রাতে প্রথমে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই পুকুরে জাল ফেলে মাছ লুট করে নিয়ে যায়। মঙ্গল ও বুধবার স্থানীয় সাধারণ লোকজন দিঘি থেকে জাল ফেলে মাছ লুট করে নেয়। অন্তত অর্ধকোটি টাকার মাছ লুট করে নেওয়া হয়েছে।’

নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণুপুর তলাখরপা গ্রামে গত বুধবার আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা তিনটি পুকুরে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। বিষ্ণুপুর তলাখরপা গ্রামে পুকুর দখলে নিয়ে মাছ লুটের পর সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতেও হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ বিএনপি নেতা-কর্মীরা এসব লুটপাট চালিয়েছেন।

আরও পড়ুন

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের প্রতিহিংসার রাজনীতি পরিহার করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এরপরও যে নেতা-কর্মীরা লুটপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকবে, এর দায়ভার বিএনপি নেবে না। এসব কর্মকাণ্ডের জন্য অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।’

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, ‘কয়েক দিন ধরে সারা দেশের মতো এ জেলারও কোনো থানা-পুলিশই কাজ করছে না। এ সুযোগে দুর্বৃত্তরা নানা দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী মাঠে থাকলেও তাদের পক্ষে এত বড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। তবে আশা করছি, দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ কাজে ফিরলে ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রতিকার পাবেন বলে আশা করছি।’

আরও পড়ুন