বরিশালে মিছিল থেকে বিএনপির তিন নেতা গ্রেপ্তার
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশাল নগরে আজ বুধবার দুপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক মিছিল বের করেন। এ সময় ধাওয়া করে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুর রহমান বলেন, মিছিলে ধাওয়া ও লাঠিপেটা করায় ১০ থেকে ১৫ জন বিএনপির নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নেতা-কর্মীরা বলেন, অবরোধের সমর্থনে আজ বেলা দেড়টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকায় দুর্নীতি দমন কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার ও সদস্যসচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বটতলা থেকে রাজু মিয়ার পুলের দিকে যাওয়ার সময় দুই দিক থেকে পুলিশ ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক আলী হায়দার, নগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল মিনারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, মিছিল করার সময় পুলিশের লাঠিপেটায় ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, বরিশাল ল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০–১৫ জন নেতা-কর্মী আহত হন।
বেলা দেড়টার দিকে নগরের বান্দরোডে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আরেকটি মিছিল বের করে। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমানকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন পুরোনো মামলার আসামি। নগরের বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। আর বটতলা এলাকায় বিএনপির মিছিলে কোনো লাঠিপেটার ঘটনা ঘটেনি।
অবরোধের ফলে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল সীমিত ছিল। তবে নগরের জীবনযাত্রায় এর খুব একটা প্রভাব পড়েনি। আজ সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে যথানিয়মে। সেই সঙ্গে বরিশাল নগরের অভ্যন্তরেও গণপরিবহন চলাচল অব্যাহত ছিল।
এর আগে অবরোধের সমর্থনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের রুপাতলী এলাকায় ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি মশালমিছিল করেছে। রাত ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে ২৬ নম্বর ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল করে।