বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া একটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্থলবন্দরের পাশে একটি ফাঁকা স্থানে মর্টারশেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ দল। এ সময় তেঁতুলিয়া থানা-পুলিশ ও বিজিবির বাংলাবান্ধা বিওপির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টারশেলটি। এ সময় স্থানীয় শত শত মানুষ সেখানে ভিড় করেন। মরিচা ধরা এই মর্টারশেল ভারত অথবা ভুটান থেকে আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয় লোকজন। মর্টারশেলটিতে মরিচা ধরার কারণে এটির তৈরিসংক্রান্ত তথ্য জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমদানি করা পাথরের পাশে মরিচা ধরা এই মর্টারশেল কুড়িয়ে পায় স্থানীয় শিশুরা। পরে তারা সেটি নিয়ে খেলছিল। বিষয়টি বিজিবির নজরে এলে তারা মর্টারশেলটি উদ্ধার করে বাংলাবান্ধা বিওপির বাইরে বালু দিয়ে সংরক্ষণ করে। পরে মর্টারশেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। আজ সকালে ১৪ সদস্যবিশিষ্ট বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, স্থানীয়দের কাছে পাওয়া মর্টারশেলটি বিজিবি তাদের ক্যাম্পের বাইরে সংরক্ষণ করেছিল। এটি আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে।