কুলাউড়ায় ঝড়ে গাছ ভেঙে ও গাছ থেকে পড়ে দুজন নিহত

লাশ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঝড়ে রাস্তার ওপর গাছ ভেঙে এবং গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে ও সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ও কর্মধা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আবদুল মতিন (৪০) এবং কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের বাসিন্দা ও দিনমজুর রেণু মিয়া (৬০)।

এলাকাবাসী ও কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, মতিন সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাজারে নিজের মুদিদোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। লুয়াইউনি আউলি এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি গাছ ভেঙে তাঁর মোটরসাইকেলের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন মতিন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে গতকাল বিকেলে রেণু মিয়া স্থানীয় বেলকুমাপুঞ্জিতে (খাসিয়া সম্প্রদায়ের গ্রামকে পুঞ্জি বলা হয়) গাছে উঠে ডালপালা কাটছিলেন। একপর্যায়ে নিচে পড়ে গিয়ে নিহত হন তিনি।

আরও পড়ুন

দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা। তিনি আজ সোমবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।