সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর বেতাগী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বরগুনার বেতাগী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে ‘মেয়াদোত্তীর্ণ’ হওয়া ও সংগঠনকে ‘গতিশীল’ করার কথা উল্লেখ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে ৩ এপ্রিল এক বছরের জন্য বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে বি এম আদনান খালিদকে সভাপতি, আল এনামুল ইসলামকে সাধারণ সম্পাদকসহ ১০ জনকে সদস্য পদ দেওয়া হয়। কমিটি গঠনের তিন বছর পর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর ‘সাংগঠনিক কাজে অবহেলা’র অভিযোগে সাধারণ সম্পাদক আল এনামুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। তখন থেকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। চার বছর আগেই এ কমিটি মেয়াদোত্তীর্ণ হয়।

আরও পড়ুন

গত সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদের ইয়াবা সেবনের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে তাঁকে অন্য একজন সহযোগিতা করছেন। এ নিয়ে গতকাল বুধবার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বি এম আদনান খালিদ। তিনি দাবি করেন, ভিডিওটি ‘সুপার এডিট’ করে ছড়িয়ে দিয়েছে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা।

তবে এর এক দিন আগে গত মঙ্গলবার বিকেলে ইয়াবা সেবনের বিষয়টি নিজেই প্রথম আলোর কাছে স্বীকার করেছিলেন ছাত্রলীগ সভাপতি আদনান। তিনি বলেছিলেন, তিন বছর আগে কৌতূহলের জায়গা থেকে বন্ধুদের সঙ্গে ইয়াবা সেবন করেছিলেন তিনি। তবে তিনি মাদকসেবী নন।