তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়াকে প্রধান করে ওই কমিটি গঠন করে দেন জেলা প্রশাসক আসিব আহসান।
ইউএনও রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আমাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।’ তিনি বলেন, তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যালয় তা বহন করবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার দিবাগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী নৈশকোচ জোয়ানা পরিবহন ও ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক যাত্রী। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।