মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-জাজিরা নৌপথে দ্বিতীয় দিনের মতো চলছে ফেরি

মোটরসাইকেল পারাপার করতে শিমুলিয়া-জাজিরা নৌপথে ফেরি চলছে। আজ বুধবার সকালে জাজিরার সাত্তার মাদবর, মঙ্গল মাঝির ঘাটেছবি: সত্যজিৎ ঘোষ

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শরীয়তপুরের জাজিরা নৌপথে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো ফেরি চলছে। দুটি ফেরি দিয়ে এই নৌপথে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। এ নৌপথে ফেরি দুটি ঈদ পর্যন্ত রাখা হবে। ঈদের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। প্রথম আলোকে এমন কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ঈদে ঘরমুখো মানুষদের সুবিধার্থে গতকাল মঙ্গলবার সকাল থেকে নৌপথটিতে দুটি ফেরি চালু করে নৌপরিবহন মন্ত্রণালয়। অবশ্য গতকাল দুপুরেই ঘোষণা আসে আগামীকাল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া-জাজিরা নৌপথে চলাচলের জন্য কে-টাইপ ফেরি কুঞ্জলতা ও কলমিলতা গত সোমবার ভোলা থেকে আনা হয়। ওই ফেরি দুটি ভোলার ইলিশা-ভোলা-মজু চৌধুরীর ঘাট নৌপথে চলাচল করত। গতকাল সকাল থেকে ফেরি দুটি শিমুলিয়া-জাজিরা নৌপথে চলাচল শুরু করে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই প্রান্ত থেকে ফেরি দুটি ১০টি ট্রিপ দেয়। এতে অন্তত ১ হাজার ২০০টি মোটরসাইকেল পারাপার করা হয়।

গতকাল একনেকের একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দেন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। সব ধরনের বৈধ যানবাহন চলাচলের জন্য ২৬ জুন পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চালুর দ্বিতীয় দিনে আজ সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের চিত্র।
ছবি: তানভীর আহাম্মেদ

দেশের দক্ষিণাঞ্চলের মানুষ মুন্সিগঞ্জের শিমুলিয়া-শিবচরের বাংলাবাজার ও শিমুলিয়া-জাজিরা নৌপথ ব্যবহার করে যাতায়াত করতেন। এ অঞ্চলের অনেক মানুষ সহজে ঢাকায় যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করেন। মোটরসাইকেলের চালকেরা ফেরিতে পদ্মা নদী পারাপার হতেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এক দিনের মাথায় সেতু দিয়ে চলাচলও বন্ধ করে দেওয়া হলে বিপাকে পড়েন মোটরসাইকেলে চলাচলকারীরা। তাঁরা পারাপারের জন্য বিকল্প পথ খুঁজতে থাকেন। অনেকে ট্রাক-পিকআপে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতেন। অনেকে ঝুঁকি নিয়ে ট্রলার ও লঞ্চে মোটরসাইকেল নিয়ে পারাপার হতেন। এতে ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত ব্যয় হতো। এমন ভোগান্তি বিবেচনায় শিমুলিয়া-জাজিরা নৌপথে ফেরি চালু করার সিদ্ধান্ত আসে। ফেরিতে মোটরসাইকেলের ভাড়া ১৫০ টাকা। আর পদ্মা সেতুতে মোটরসাইকেলের টোল ১০০ টাকা।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর, মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান প্রথম আলোকে বলেন, গতকাল থেকে এই নৌপথে মোটরসাইকেলের পারাপারের জন্য ফেরি চলছে। আবার সেতু দিয়ে আগামীকাল থেকে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আজও ফেরি চলছে। তাতে মোটরসাইকেল নিয়ে লোকজন পারাপার হচ্ছেন। তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে কেউ এ পথে মোটরসাইকেল নিয়ে আসবেন কি না, তা বলতে পারছি না। তাই আপাতত ঈদ পর্যন্ত ফেরি দুটি এ নৌপথে রাখা হবে। কোনো যানবাহন এলে আমরা পারাপার করতে পারব। ঈদের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’