আ.লীগ প্রার্থীর ইশতেহারে ২৯টি বিষয়ে গুরুত্ব, আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি

রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা। আজ শুক্রবার দুপুরে নগরের বেতপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘সবাই মিলে সবার রংপুর, গড়ব আমরা আধুনিক রংপুর’ শিরোনামের এই ইশতেহারে গুরুত্ব পেয়েছে ২৯টি বিষয়, প্রতিশ্রুতি রয়েছে আধুনিক নগর গড়ার।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহসভাপতি আবুল কাশেমসহ মহানগরের ৬টি থানা ও ৩৩টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

রংপুর নগরের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে আছে নগরের ছয়টি থানার প্রতিটিতে একটি সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি কলেজ প্রতিষ্ঠা, দ্রুত গ্যাস–সংযোগব্যবস্থা করে বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়া, বর্ধিত ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করা।
শহরের যানজট দূর করতে ও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য পদচারী–সেতু ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগের পাশাপাশি শ্যামাসুন্দরী খালের দুই পাড়ের রাস্তার শোভাবর্ধনের মাধ্যমে ঢাকার হাতিরঝিলের মতো করা।

ইশতেহারে মহানগরের ছয়টি থানায় একটি করে কবরস্থান, শ্মশান, ঈদগাহ মাঠ, খেলার মাঠ নির্মাণ করাসহ শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থার কথাও বলা হয়েছে। ভাসমান ব্যবসায়ীদের স্থায়ী দোকানের জন্য মার্কেট নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট স্থাপন, বর্জ্য অপসারণে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে বলে নির্বাচনী ইশতেহারে এসব কথাও উল্লেখ রয়েছে।

ইন্টারনেট সুবিধার জন্য শহরে শক্তিশালী ওয়াই–ফাইয়ের ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে ইশতেহারে। অব্যবহৃত খাসজমিতে আবাসন তৈরি করে ভূমিহীনদের মধ্যে বণ্টন ও তাঁদের সন্তানদের শিক্ষার জন্য উন্নত স্কুল প্রতিষ্ঠা করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, রংপুর রেলস্টেশনকে আধুনিকীকরণ, আন্তর্জাতিক বিভাগীয় স্টেডিয়াম ও মেয়েদের পৃথক খেলার স্টেডিয়াম নির্মাণ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রধান সড়কের ভেতর থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ করে মাটির নিচ দিয়ে তার নেওয়ার উদ্যোগ গ্রহণের কথা।

আরও পড়ুন

এ ছাড়া দ্রুত হাইটেক পার্ক নির্মাণ করে ২০ হাজার বেকার তরুণ যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে। শহরের প্রতিটি মোড়ে শহীদ স্মৃতিফলক এবং শহরের পার্ক মোড় এলাকাটি দৃষ্টিনন্দন করে সাজানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে অন্যান্য সিটি করপোরেশনের মতো রংপুরেও নারীদের জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ রয়েছে।