জয়পুরহাট শহরের গুলশান মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট জেলার মানচিত্র

বিএনপির ডাকা নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন জয়পুরহাট শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শহরের গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পথচারী ও দোকানিদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হ‌ুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সরেজমিনে গুলশান মোড়ে সড়কের ওপর ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। স্থানীয় দোকানিরা জানান, খঞ্জনপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গুলশান মোড়ে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। তারা সিমেন্ট ফ্যাক্টরি বাইপাস এলাকা দিয়ে চলে গেছে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে মানুষ আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। তবে কেউ আহত হননি।

আরও পড়ুন