সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রোহিঙ্গাদের আবার আশ্রয়ের প্রস্তাবে বাংলাদেশের না

সীমান্তে সংঘাতের মধ্যে গতকাল মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা একটি নৌকায় করে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিঘাটে পৌঁছান
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের মুখে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা নিজেদের আদি নিবাস ছেড়ে রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত এলাকায় আসা কয়েক শ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করেই জানিয়েছে, নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়।
বিস্তারিত পড়ুন...

পাশাপাশি কবরে অজানা ভাইরাসে মৃত দুই বোন, আহাজারি থামছে না

মুনতাহা মারিশা ও মুফতাউল মাসিয়া
ছবি: সংগৃহীত

রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশু মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাসিয়াকে (৫) পাশাপাশি কবর দেওয়া হয়েছে। তাদের মা-বাবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি আছে কি না, তা শনাক্তে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন...

৩. ৪৬তম বিসিএসের জন্য তারিখ চূড়ান্ত করল পিএসসি

বিসিএস পরীক্ষা
প্রথম আলো ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলির জন্য তারিখ চূড়ান্ত করল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে প্রথম আলো।
বিস্তারিত পড়ুন...

লোহিত সাগরে অস্থিরতায় বাংলাদেশেরও বিপদ বাড়ছে

ইয়েমেনের সানায় সৌদি দূতাবাসের দেয়ালে স্থানীয়দের আঁকা একটি গ্রাফিতি। এতে দেখানো হয়েছে হুতি যোদ্ধারা ইয়েমেন উপকূলে ইসরাইয়েলি জাহাজ চলাচলে বাধা দিচ্ছেন
ছবি: রয়টার্স

লোহিত সাগরে চলমান সামরিক তৎপরতা নিয়ে বিশ্বের শীর্ষ বাণিজ্যিক জাহাজ কোম্পানি মেয়ার্স্কের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক দিন কয়েক আগে যা বলেছেন, তা খুবই উদ্বেগজনক। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসসহ কয়েকটি পত্রিকার সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, লোহিত সাগরে জাহাজের নিরাপত্তা ফিরে আসার কোনো লক্ষণই তাঁরা দেখছেন না। বিশ্ববাণিজ্যে এমন সংকট কোভিড মহামারির পর আর দেখা যায়নি। ক্লার্ক খোলাখুলি মন্তব্য করেন, তিনি মনে করেন না সামরিক অভিযান চালিয়ে লোহিত সাগরে জাহাজের নিরাপত্তা আদৌ নিশ্চিত করা যাবে। মেয়ার্স্কপ্রধান যা বলেছেন, তা জেনে-বুঝেই বলেছেন।
বিস্তারিত পড়ুন ...

বিপিএলে আর খেলতে পারবেন তো মোস্তাফিজ?

বিপিএল প্রস্তুতিতে আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান
প্রথম আলো

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে মাথায় চোট পাওয়া মোস্তাফিজুর রহমান এখন আছেন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।
বিস্তারিত পড়ুন...

জেলা থেকে আরও পড়ুন