খোকসায় গড়াই নদে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্কুলছাত্র আমান হাসান
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদে ডুবে নিখোঁজ স্কুলছাত্র আমান হাসানের (১৪) লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। নিখোঁজের ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে কমলাপুর সাহাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

নদে ডুবে মারা যাওয়া আমান হাসান উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে গত সোমবার সকাল ১০টার দিকে ব্লকে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ হয় আমান।

স্কুলছাত্র আমান হাসানের চাচা সাবুব আলম বলেন, বেলা ১১টার দিকে লাশ ভেসে উঠলে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ৩টায় স্থানীয় গোরস্তানে তার লাশ দাফন করা হয়। ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা। আমানের এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয় থেকে আমান হাসান তার সাত সহপাঠীর সঙ্গে গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এ সময় এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু নদে স্রোত বেশি থাকায় আমান পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পাননি। প্রাথমিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার করতে নদে সন্ধান করতে থাকেন। পরে দুপুরে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।

খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সকাল থেকে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আমান হাসানের লাশটি উদ্ধার হয়। আমান হাসানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন