নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নাটোর জেলার মানচিত্র

নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুন আলীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ওরফে রমজানসহ ৩০ জনকে আসামি করা হয়। এই মামলায় পাঁচ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হচ্ছে শহরের বলারিপাড়া এলাকার মো. আশরাফ (৫০) ও মহসিন আলী (৩১), কান্দিভিটা এলাকার ওবায়দুল সরদার (৪০), কানাইখালীর মো. রুমন (২৬) ও মিরপাড়ার নাসির উদ্দিন (২৭)।

আরও পড়ুন

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বলারিপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ ছয়জনকে কুপিয়ে জখম করে। এর মধ্যে মিঠুন আলীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মাথা, দুই হাত, দুই পা ও পিঠের নিচে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় আজ ভোরে মিঠুন আলীর ভাই বাদশা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখসহ ৩০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, মিথ্যা অভিযোগে মামলাটি করা হয়েছে। রাজনৈতিক আক্রোশে তাঁকে আসামি করা হয়েছে। তিনি আইন–আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে মামলাটি মোকাবিলা করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাজ্জাদ হোসেন আজ দুপুরে বলেন, মামলা গ্রহণের পর পরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁদের সদর আমলী আদালতে হাজির করলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত চলমান আছে।