সিলেটে প্রাইভেট কার উল্টে তরুণের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম সাহিদ আহমদ (২৫)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদ আহমদ গতকাল বিকেলে নিজেদের প্রাইভেট কারে গ্যাস নিতে বৈটিকর বাজার এলাকার সিএনজি পাম্পে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তিনি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সাহিদ আহমদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে তরুণের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।