অপ্রশিক্ষিত ওয়েম্যান দিয়ে চলছে মিরসরাইয়ের সেই রেলগেট

১১ যাত্রী নিহত হওয়ার পরও মিরসরাইয়ের সেই রেলগেট অস্থায়ী অপ্রশিক্ষিত ওয়েম্যান দিয়ে চালানো হচ্ছে। আজ শনিবার সকালে খৈয়াছড়া ঝরনা সড়কে
ছবি: ইকবাল হোসেন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার পরও সেই রেলগেট অস্থায়ী অপ্রশিক্ষিত ওয়েম্যান (রেলপথ সংস্কারের কাজে নিয়োজিত) দিয়ে চলছে। আজ শনিবার সকালে উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে পূর্ব খৈয়াছড়া গ্রামে খৈয়াছড়া ঝরনা সড়কে গিয়ে দেখা যায়, সুভাষ দাশ নামের একজন ওয়েম্যান সেখানে গেটম্যানের দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার পর এখন স্বাভাবিকভাবে ট্রেন চলছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে।

আরও পড়ুন

জানতে চাইলে সুভাষ দাশ বলেন, ‘আমি রেলওয়ের ওয়েম্যানের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা তিনজন ভিন্ন ভিন্ন সময়ে এখানে দায়িত্ব পালন করছি।’ গেটের দায়িত্ব পালনের নিময়কানুন জানেন কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

স্থানীয় বাসিন্দা প্রদীপ নাথ প্রথম আলোকে বলেন, অপ্রশিক্ষিত লোক দিয়ে গেট রক্ষার কাজ চালাতে গিয়ে আবারও যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ওই স্থানে প্রশিক্ষিত গেটম্যান দেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (১) মো. আবদুল হানিফ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর খৈয়াছড়া ঝরনা সড়কের রেলগেটের নিয়মিত গেটম্যান গ্রেপ্তার হয়েছেন। লোকবল সংকটের কারণে হুট করে ওই গেটে প্রশিক্ষত গেটম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ওয়েম্যান দিয়েই গেট রক্ষার কাজ চালাতে হচ্ছে।