ঘূর্ণিঝড়ে সুন্দরবনের অভয়ারণ্যে আটকা পড়া ১৫ জেলে উদ্ধার

সাতক্ষীরা জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় মিধিলির কারণে সুন্দরবনের মান্দাবাড়িয়া এলাকায় আটকা পড়া ১৫ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মালঞ্চ নদ থেকে তাঁদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধার এই জেলেদের বাড়ি বরিশাল, পটুয়াখালী ও খুলনার কয়রা উপজেলায় বলে জানা গেছে। তবে তাঁদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাসে সুন্দরবনের মান্দারবাড়ি এলাকার মালঞ্চ নদে আটকা পড়েন ১৫ জন জেলে। তাঁরা তিনটি ট্রলারে ছিলেন। বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে মান্দারবাড়িয়া অভয়ারণ্য টহল ফাঁড়ির সদস্যরা ঝুঁকি নিয়ে ওই এলাকায় যান। বন বিভাগের ট্রলার দেখে ওই জেলেরা গামছা উঁচিয়ে ও লাল কাপড় দেখিয়ে সংকেত দেন। পরে সেখানে গিয়ে বন বিভাগের সদস্যরা তিনটি ট্রলারে থাকা ১৫ জন জেলেকে উদ্ধার করেন এবং তাঁদের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে নিয়ে আসেন।

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলের সঙ্গে পরে যোগাযোগ করতে না পারায় ওই জেলেদের নাম-ঠিকানা পুরোপুরি জানা যায়নি বলে ওই বন কর্মকর্তা জানান।