আ.লীগ প্রার্থীর সরকারি কর্মকর্তা স্ত্রীসহ পাঁচজনকে শোকজ

বিধি ভেঙে নৌকার প্রার্থীর মিছিলে অংশ নেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজ
ছবি: ভিডিও থেকে নেওয়া

আচরণবিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সায়মা আফরোজ ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী। এ ছাড়া আসনটির জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার ওরফে লোটনের পোস্টার ছেঁড়ার অভিযোগে আরও চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ রোববার আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল এসব নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার শ্রী দুলাল, শ্রী নগরবাসী দাস, ফতেহপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ও দুলাল মিয়া। আগামীকাল সোমবার তাঁদের নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে উপস্থিত হয়ে কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

সায়মা আফরোজকে পাঠানো নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম সূত্রে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জানতে পেরেছেন যে সায়মা আফরোজ আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সায়মা আফরোজের এমন কাজের জন্য কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না, সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

পোস্টার ছেঁড়ার বিষয়ে জবাব চেয়ে পাঠানো নোটিশ বলা হয়েছে, নোটিশপ্রাপ্ত চারজন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার ওরফে লোটনের কিছু ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) খ অনুচ্ছেদের লঙ্ঘন। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সোমবার জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মিছিল ও গণসংযোগ করেন সায়মা আফরোজ। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি।

এ সময় নৌকার পক্ষে ভোট চান সায়মা। দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ আওয়ামী লীগের লোকজন এ সময় তাঁর সঙ্গে ছিলেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত শুক্রবার এ বিষয়ে সচিত্র প্রতিবেদন করে প্রথম আলো।