দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন ছাড়াও শহরের ভেতরে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে বাধা দিচ্ছেন নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে শহরের ভেদভেদী এলাকায়
ছবি: সুপ্রিয় চাকমা

রাঙামাটি শহরে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামের সংগঠনটির ডাকা হরতালের প্রতিবাদ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান আজ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ হরতালের প্রতিবাদ জানান।

হরতালের কারণে রাঙামাটি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করছে না। কাল বুধবার পার্বত্য ভূমি বিরোধ কমিশনের বৈঠক আছে। বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান মো. আনোয়ার উল হক।

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান সংগঠনের সাত দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সব জাতিগোষ্ঠীর সমানসংখ্যক সদস্য নিশ্চিত করা; ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম শুরুর আগে ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জরিপ শেষ করাসহ সাতটি দাবি রয়েছে।

গৌতম দেওয়ান বিবৃতিতে বলেন, পার্বত্য চট্টগ্রামের বিবাদমান ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিশন সৃষ্টি হওয়ার প্রায় দুই যুগ পরও এই কমিশন নানা কারণে তার ন্যূনতম অভীষ্ট লক্ষ্যও অর্জন করতে পারেনি। তার অন্যতম কারণ কমিশনের কার্যক্রমে পার্বত্য চট্টগ্রামের কিছু জাত্যাভিমানী ও পাহাড়িবিদ্বেষী বাঙালি সংগঠনগুলোর প্রতিনিয়ত বাধা প্রদান, যা অত্যন্ত নিন্দনীয়।

গৌতম দেওয়ান বলেন, ‘সরকারি এই কমিশনের কাজে এমন বাধা প্রদানে পাহাড়ে নিযুক্ত প্রশাসনের নীরব ভূমিকা পালনও এই অঞ্চলে পাহাড়ি-বাঙালি ও জাতিধর্ম–নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজের স্বপ্ন দেখা মানুষদের উদ্বেগের বিষয়। দীর্ঘ আড়াই বছর পর রাঙামাটিতে ৭ সেপ্টেম্বর কমিশনের বৈঠকের বাধাদানের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামধারী সংগঠনের হরতাল আহ্বান ও এর সাম্প্রদায়িক মনোভাবাপন্ন প্রসূত সাত দফা দাবির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

আরও পড়ুন

রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল, যান চলাচলে বাধা