লালমনিরহাটের আরও ১০০ শীতার্ত পেলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ১ নম্বর নওদাবাস গ্রামে
ছবি: প্রথম আলো

লালমনিরহাট শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মহেন্দ্রনগর ইউনিয়ন। এই ইউনিয়নের ১ নম্বর নওদাবাস গ্রামের মৃত আফজাল হোসেন মাস্টারের বাড়ির উঠানে প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী আলতাফ হোসেন (৬৫)। একটি কম্বল তাঁর হাতে তুলে দিতেই মুখে হাসি ফোটে।

হুইলচেয়ারে থাকা আলতাফ হোসেন বলেন, ‘বাহে, তোমরা মোক একখান কম্বল দিয়া খুব উপকার করলেন। এলাও জার আছে হামার এত্তি। এই কম্বল গাত দেমো। জারের কষ্ট দূর হইল। আল্লাহ পাক তোমারগুলার খুব ভালো করবেন। দোয়া করি এদোন ভালো কাজ যেন তোমরা আরও কইরবার পান।’

আরও পড়ুন

আজ মঙ্গলবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর নওদাবাস গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, পাংলার পাড় ও পশ্চিম হাঁড়িভাঙা গ্রামের ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে লালমনিরহাট বন্ধুসভার সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে শীতার্ত মানুষের তালিকা তৈরি করে স্লিপ বিতরণ করেন। সেই স্লিপ নিয়ে শীতার্ত ও বয়স্ক নারী-পুরুষেরা কম্বল নিতে হাজির হন।

পাংলার পাড় গ্রাম থেকে হুইলচেয়ারে এসেছিলেন খসর উদ্দিন আলী (৭০) ও ১ নম্বর নওদাবাস গ্রামের আলেয়া বেগম (৬৫)। কম্বল পেয়ে তাঁদের মতো অসহায় শীতার্ত মানুষেরা স্বস্তি প্রকাশ করেন।

কম্বল পেয়ে বয়স্ক, অসহায় শীতার্ত মানুষেরা স্বস্তি প্রকাশ করেন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর নওদাবাস গ্রামে
ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুল হক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, প্রথম আলো লালমনিরহাট বন্ধুসভার সভাপতি সাহেবর হোসেন, সহসভাপতি ফারাহ নাজ নাহার, সাধারণ সম্পাদক আবু সায়েদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রিজু ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আঁখি আক্তার, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক ববিতা আক্তার, বইমেলা সম্পাদক সুমনা আক্তার প্রমুখ।

এর আগে গতকাল সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের আরও ১০০ জন মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।