গাজীপুর মহানগর পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন
ফাইল ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম তদন্ত কমিটি গঠন করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওই ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান, গাছা থানার কনস্টেবল রুবেল হোসেন ও কনস্টেবল ইমরান হোসেন।

আরও পড়ুন

কৌতুক অভিনেতা রনি ‘শঙ্কামুক্ত নন’

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আবু সায়েম নয়ন বলেন, তদন্ত কমিটির প্রধান গাজীপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান। বাকি তিনজন হলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আসজাদ ও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

আরও পড়ুন

গাজীপুর পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে মীরাক্কেলের রনিসহ দগ্ধ ৫

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছালে তাঁকে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাতে বেশ কিছু বেলুন দেওয়া হয় উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই বেলুন ওড়ানো যায়নি। কয়েক পুলিশ সদস্য সেই বেলুন মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মূল মঞ্চে চলে যান। তিনি মূল মঞ্চে চলে যাওয়ার কিছু সময় পর কয়েক পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে তিনি বেলুনগুলোয় আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। আশপাশের পুলিশ সদস্যরা তাঁদের গায়ে পানি ঢেলে আগুন নেভান।