বোয়ালখালী উপজেলা আ.লীগের সম্মেলনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

বোয়াখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কধুরখীল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কধুরখীল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এবং সহসভাপতি এস এম আবুল কালামের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে কধুরশীল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। বেলা একটার দিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালামের অনুসারী কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক খালেদ মাসুদসহ ছাত্রলীগের একদল নেতা-কর্মী একটি মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন। তখন সংসদ সদস্য মোছলেম উদ্দীন মঞ্চের চেয়ার থেকে উঠে তাঁদের স্লোগান বন্ধ করতে বলেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হলে মোছলেম উদ্দীনের অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হকসহ অন্যরা বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুল কালামের অনুসারী ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি জয় দেসহ মোট চারজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বোয়ালখালী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মহিউদ্দীন সুমন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক খালেদ মাসুদ প্রথম আলোকে বলেন, তাঁরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে সম্মেলনের প্যান্ডেলে ঢুকতেই মোছলেম উদ্দীনের অনুসারী ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন:

যে হাত মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: শেখ হাসিনা

ঢাকার আদালতে বিএনপি-আ.লীগপন্থী আইনজীবীদের মিছিল

রাজধানীর বিজয়নগর সড়কে উত্তেজনা

ঢাকার আদালতে বিএনপি-আ.লীগপন্থী আইনজীবীদের মিছিল

অভিযোগের বিষয়ে মোছলেম উদ্দীনের অনুসারী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন বলেন, ‘ভুল-বোঝাবুঝি থেকে সামান্য বাড়াবাড়ি হয়েছে। এর বেশি কিছু না।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক বলেন, ‘আমি এসব জানি না। আমি এখন প্রোগ্রামে আছি।’

এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালাম প্রথম আলোকে বলেন, স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেন, ‘আমি কোনো সংঘর্ষ হতে দেখিনি। কিছুই তো হয়নি।’