আড়াইহাজারে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫

হরতালের সমর্থনে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মিছিল করে বিএনপির নেতা–কর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় রোববার দুপুরে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে। বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখি বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর র‌্যাব ও পুলিশ যৌথভাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম ওরফে আজাদের বাড়িতে অভিযান চালায়। অন্যদিকে নজরুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।

থানা-পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ভোর থেকেই আড়াইহাজারের বিভিন্ন সড়কে বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছিলেন। দুপুর ১২টার দিকে নজরুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা পাঁচরুখি বাজারে একটি মিছিল বের করেন। পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে। পরে বিএনপি নেতা-কর্মীরা বান্টি বাজার এলাকায় গিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন। আর আহত নেতা-কর্মীরা স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ও ছররা গুলি ছোড়ে
ছবি: সংগৃহীত

এদিকে বিএনপি নেতা-কর্মীরা পাঁচরুখি থেকে সরে গেলে পুলিশ ও র‌্যাব যৌথভাবে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। নজরুল বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করেছে। পরে র‌্যাব ও পুলিশ আমার বাড়িতে অভিযান চালায়। তাদের পাহারায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাঁরা বাড়ির নারী ও শিশুদের সঙ্গে অসদাচরণ করেন।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বিএনপি নেতারা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করছিলেন। পুলিশ তাঁদের সড়ক থেকে চলে যেতে বললে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ আত্মরক্ষার জন্য রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। পুলিশি পাহারায় নজরুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা সত্য নয়।

আরও পড়ুন