খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনে, পাম্পে জ্বালানির মজুত কমছে

খুলনা বিভাগীয় ট্যাংকলরির শ্রমিক ইউনিয়নের চলমান কর্মবিরতিতে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকেরা। আজ সকালে নগরীর নতুন রাস্তা এলাকায়ছবি: প্রথম আলো

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবারও খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ আছে। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫টি জেলায় জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

কর্মবিরতির মধ্যে আজ নগরের খালিশপুরের কাপুশিরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গেট ও এর আশপাশে বিচ্ছিন্নভাবে ট্যাংকলরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আজ সকালেও খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকেরা।

আরও পড়ুন

পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী আজ প্রথম আলোকে বলেন, আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার দুপুর থেকে ট্যাংকলরি শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছেন।

নগরের পেট্রলপাম্পগুলো আজ সকাল পর্যন্ত সচল দেখা গেছে। তবে কর্মবিরতির প্রভাবে পাম্পগুলোর মজুত কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিপরীতে শেরেবাংলা রোডের মেট্রো ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শেখ মাসুদ হোসেন আজ সকালে বলেন, গত দুই দিনে বেচাকেনা অনেক বেশি ছিল। জ্বালানির মজুত যতটুকু আছে, তাতে আজ দুপুরের পর হয়তো তিন রকমের জ্বালানিই শেষ হয়ে যাবে।

শহরের নতুন রাস্তা এলাকার ‘মেসার্স খুলনা ফিলিং স্টেশনের’ স্বত্বাধিকারী গোলাম কাদের বলেন, ডিজেল, পেট্রল ও অকটেন তিন ধরনের জ্বালানিই কমে আসছে। যতটুকু আছে, তাতে সর্বোচ্চ আগামীকাল সকাল পর্যন্ত চলবে।

গতকাল রোববার বেলা দুইটা পর্যন্ত পদ্মা ওয়েল কোম্পানির ডিপো থেকে সর্বশেষ তেল উত্তোলন করা হয়। এর পর থেকে উত্তোলন ও সরবরাহ বন্ধ আছে। এ বিষয়ে দৌলতপুর ডিপোর ঊর্ধ্বতন কর্মকর্তা (পরিচালন) মো. মুশফিকুর রহমান বলেন, এই ডিপো থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৩ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। বোরোর মৌসুম হওয়ায় এ সময় ডিজেলের চাহিদা বেশি। এ সময়ে প্রতিদিন ৯-১০ লাখ লিটার ডিজেল যায়। এ ছাড়া প্রতিদিন গড়ে ৯০ হাজার লিটার অকটেন ও ২ লাখ লিটার পেট্রল সরবরাহ করা হয়।

শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা এক মামলার আসামি তিনি। এতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চারজনসহ সাবেক দুজন নেতা ও তিন সদস্যকে আসামি করা হয়েছে। আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার থেকে যৌথভাবে কর্মবিরতির ডাক দেয় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি ও জ্বালানি তেল–সম্পর্কিত অন্য দুটি সংগঠন।

আরও পড়ুন