চুয়াডাঙ্গার আঁটি, গুটি ও বোম্বাই আম বাজারে, হিমসাগর সংগ্রহ এগিয়ে আনার ঘোষণা

চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজগড়গড়িতে আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছেছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে পাকা আমের বাজারজাতকরণও শুরু হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের এই জেলায়।

এ ছাড়া তাপপ্রবাহের কারণে গাছে পেকে যাওয়ায় হিমসাগর আম সংগ্রহের সময়কাল দুই দিন এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজগড়গড়িতে জেলা ফল ও আম ব্যবসায়ি সমিতির সভাপতি আবদুল কুদ্দুস মহলদারের ‘মহলদার আম্রকাননে’ আম সংগ্রহের মধ্য দিয়ে এ বছর সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মার্কেটিং বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আমচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘অনুকূল পরিবেশে এবার আমের ভালো ফলন হবে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা না হয়, আমরা সেদিকে খেয়াল রাখব। তবে আমে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক উপাদান ব্যবহার করা না হয়, বিষয়ে আমচাষিসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা হলেও সেভাবে প্রচার-প্রচারণা নেই। এ জন্য মার্কেটপ্লেস দরকার। মহাসড়কের পাশে একটি মার্কেটপ্লেস তৈরির বিষয়ে কাজ করা হচ্ছে। এতে আমচাষি, পাইকারি ও খুচরা বিক্রেতারা খুব সহজে আম বেচাকেনা করতে পারবেন।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘যেহেতু টেম্পারাচার বেশি; এই কারণে আম সংগ্রহের সময়কাল কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা সেদিকটা বিবেচনা করছি। চাষিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের অনুমতিক্রমে হিমসাগর আম সংগ্রহের সময় দুই দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তা লিখিতভাবে জানানো হবে।’

জেলা ফল ও আম ব্যবসায়ি সমিতির সভাপতি আবদুল কুদ্দুস মহলদার বলেন, ‘যদি কোনো বাগানে আম আগাম পেকে যায় তাহলে প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের প্রতি অনুরোধ, আপনারা নির্ভয়ে ইচ্ছামতো চুয়াডাঙ্গার আম খাবেন। এই আমে ফরমালিন বা ক্ষতিকর কিছু মেশানো হয় না।’

জেলায় এ বছর ২ হাজার ৩০০ হেক্টর জমির আমবাগানে আমের চাষ হয়েছে। হেক্টরপ্রতি ১৫ মেট্রিক টন হিসেবে ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, কৃষি বিপণন অধিদপ্তরের বাজার তদারকি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার অতিরিক্ত উপপরিচালক কৃষ্ণ রায় ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, আজ আঁটি, গুটি ও বোম্বাই সংগ্রহ শুরু হলো। পর্যায়ক্রমে ২০ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, আগামী ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলি ও ২৮ জুন থেকে আশ্বিনা ও বারি আম-৪ সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। জেলায় এ বছর ২ হাজার ৩০০ হেক্টর জমির আমবাগানে আমের চাষ হয়েছে। হেক্টরপ্রতি ১৫ মেট্রিক টন হিসেবে ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন