খুলনা, বরিশাল, ফরিদপুরে কোথায় কখন ঈদের জামাত

খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ মাঠে। চলছে শেষ প্রস্তুতি। গতকাল মঙ্গলবার দুপুরেছবি: সাদ্দাম হোসেন

দেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। রমজানের শেষে দেশবাসী উদ্যাপন করতে যাচ্ছেন পবিত্র ঈদুল ফিতর। দিনটি শুরু হবে ঈদের জামাত দিয়ে। খুলনা ও বরিশাল বিভাগে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন করছে অধিকাংশ মসজিদ ও ঈদগাহ কমিটি।

বরিশাল

বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহে সকাল আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এখানে নামাজ আদায় করবেন। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, হেমায়েত উদ্দিন ঈদগাহে প্রায় পাঁচ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

এ ছাড়া সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় বায়তুল মোকাররম জামে মসজিদে, সকাল ৮টায় ও ৯টায় পুলিশ লাইনস জামে মসজিদে, সাড়ে ৮টা ও ১০টায় জামে কসাই মসজিদে, সকাল ৮টায় মুসলিম গোরস্তান জামে মসজিদে, সাড়ে ৮টায় গুঠিয়া জামে মসজিদে ও জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি কাজী আবদুল মান্নান জানান, বরিশাল মহানগরীতে সাড়ে পাঁচ শ মসজিদ রয়েছে। সকাল সাতটা থেকে সকাল সাড়ে নয়টার মধ্যে সব মসজিদ ও ঈদগাহে নামাজ শেষ হবে।

যশোর

যশোর জেলার ৮২টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে সকাল সাতটা থেকে নয়টায় মধ্যে ঈদের নামাজ হবে। গত রোববার ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যশোর দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এমন চারটি স্থান রয়েছে। এর মধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত হবে নয়টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৮টা ১৫ মিনিট ও দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে হবে। পুলিশ লাইনস জামে মসজিদে ৮টা ও ৯টা এবং কারবালা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

খুলনা

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউস ময়দানে হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কুষ্টিয়া

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায়। এ ছাড়া কুষ্টিয়া কালেক্টরেট জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলাল উজজামান জানান, শহরের অধিকাংশ ঈদগাহে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফরিদপুর

ফরিদপুর শহরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় কমলাপুর মহল্লার চাঁদমারী ঈদগাহ ময়দানে। একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোরস্তান মসজিদে, চুনাঘাটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে ও আলীপুর মহল্লার ছাপরা মসজিদে।
এর আগে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহ ফরিদ দরগা মসজিদে। শহরের ঝিলটুলির অম্বিকা ময়দান–সংলগ্ন মসজিদ, কামলাপুরের মাইটা গোরস্তান মসজিদ, টেপাখোলার সরকারি ইয়াছিন কালেজ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। শহরের চকবাজার জামে মসজিদ, পুলিশ লাইনস ময়দান ও জেলখানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

তবে চুনাঘাটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় এবং জেলখানা জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।

আরও পড়ুন