বিচারপতি (অব.) শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

আরও পড়ুন

আমাকেও মারধর করা হয়েছে: বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলাকালে সেখানকার রাস্তায় অবসরপ্রাপ্ত বিচারপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর, তাঁর দেহরক্ষী ও তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪: পুলিশ

মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমারে ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আসলাম খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন খান, জেলা শিক্ষক সমিতির সভাপতি কাশিনাথ সরকার, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

খালেদাকে যাঁরা মুক্তিযোদ্ধা বলছেন, তাঁদের পাগলা গারদে পাঠানো হোক: বিচারপতি শামসুদ্দিন

দীপক কুমার ঘোষ বলেন, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা বিচারপতি (অব.) শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে।