যশোরে বাঁশের লাঠি হাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মহড়া

যশোর শহরে বাঁশের লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কে মহড়া দেন তাঁরা
ছবি: প্রথম আলো

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ চলাকালে যশোর শহরে বাঁশের লাঠি হাতে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীরা শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মহড়া দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত লাঠিসোঁটা নিয়ে শহরে মহড়া দেওয়ায় জনসাধারণের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

শহরে আওয়ামী লীগের মতো বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও পুলিশের সাঁজোয়া যানের মহড়া দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এম এম আলীসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশের টহল ছিল। যদিও শেষ পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য ঠেকাতে লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির নেতা-কর্মীকে দেখতে পাইনি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠি হাতে মহড়া দেওয়ার বিষয়টি তিনি জানেন না।