ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল লেগুনা

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে লেগুনাটি। বুধবার রাতে ঝালকাঠি সদর উপজেলায় কলেজ রোড এলাকায়
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে একটি লেগুনা। গতকাল বুধবার রাতে ঝালকাঠি সদর উপজেলায় কলেজ রোড এলাকায় জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সারা দিন বিএনপির অবরোধ চলাকালে আঞ্চলিক মহাসড়কটিতে যানবাহন ছিল কম। যাত্রীর সংখ্যাও কম ছিল। অবরোধ ঠেকাতে দিনভর সড়কে অবস্থান করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে রাত সাড়ে ১২টার দিকে সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে পার্কিং করা লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে লেগুনাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে পুড়ছে লেগুনাটি। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি সদর উপজেলায় কলেজ রোড এলাকায়
ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে লেগুনাটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন