প্রশ্ন ভিন্ন হলেও প্রশ্নপত্রে ১১ নম্বর ক্রমিক রয়েছে দুই বার। আবার শেষের দিকে নেই ২৬ নম্বরটি। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বহুনির্বাচনীতে এই বিপত্তি ঘটে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় পাঁচ জেলায় মোট ২১৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনীতে প্রশ্ন পত্রের খ সেটে দেখা গেছে, প্রশ্নে ১১ নম্বর ক্রমিকটি দুই বার। একই প্রশ্নপত্রে নেই ২৬ নম্বর ক্রমিকটি। এতে পরীক্ষার উত্তরপত্রে বৃত্ত ভরাট নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, উত্তরপত্র যেহেতু স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হবে, তাই সেখানে এই ভুলগুলোর কারণে মূল্যায়নে জটিলতা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে ফলাফলে এর প্রভাব পড়বে। এ বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শিক্ষার্থীরা দুশ্চিন্তায় আছে।
তবে এ বিষয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক অভিভাবক আমাকে ফোন করেছেন। এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৩৫৫ জন। উপস্থিত ছিল ১ লাখ ২৩ হাজার ৭৮ জন। অনুপস্থিত শিক্ষার্থীর ১ হাজার ২৭৭ জন। অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৩ শতাংশ।