কণ্ঠ পাল্টে প্রেমের সম্পর্কের পর অর্থ হাতিয়ে নিতেন তাঁরা: পুলিশ

নাটোরের লালপুরে কণ্ঠ পাল্টে প্রেমের সম্পর্কের পর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৯ ব্যক্তি। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী নিজেদের কণ্ঠ পরিবর্তন করে ছেলে ও মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন তাঁরা। এরপর বিভিন্ন অজুহাতে তাঁরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে তাঁরা এই প্রতারণার কাজ করতেন।

আজ রোববার বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

নাটোরের লালপুর উপজেলায় অ্যাপের মাধ্যমে কণ্ঠ পাল্টে প্রেমের সম্পর্কের পর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কিশোরসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে লিটন কুমার সাহা জানান, লালপুরের একদল তরুণ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো অ্যাপ ব্যবহার করে নিজেদের কণ্ঠ প্রয়োজন অনুযায়ী ছেলে কিংবা মেয়েদের কণ্ঠে রূপান্তরিত করেন। এভাবে অন্যপ্রান্তের ছেলে বা মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নানা অজুহাতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তাঁরা।

পুলিশ সুপার বলেন, গতকাল দিবাগত রাতে লালপুরের জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ধরনের একটি তৎপরতার খবর পায় লালপুর থানা-পুলিশ। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে ৯ জনকে আটক করে পুলিশ। আটক তরুণদের কাছ থেকে আটটি মুঠোফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ইমো হ্যাক করে কণ্ঠ পাল্টে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। আজ সকালে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বিকেলে তাঁদের লালপুর আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার তরুণেরা হলেন লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আকবর আলীর ছেলে সাহেব ইসলাম (২১), মনিহারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. শাকিল (২২), নজরুল ইসলামের ছেলে মো. রুবেল ওরফে জয় (২৭), চঞ্চল কুমারের ছেলে চন্দন কুমার (২৩), মোহরকায়া গ্রামের ইনছার মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম (৩৫), মহারাজপুর গ্রামের জব্বার মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৩২), নাজিম মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে হবি (২৫), বাকনাই গ্রামের আরজ আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে ম্যাগনেট (৪২) ও মহারাজপুর গ্রামের এক কিশোর (১৭)।

গতকাল ভোরে লালপুরের মোহরকায়া গ্রাম থেকে ইমো অ্যাপ হ্যাকিংয়ের অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করে র‍্যাব।