কালিয়ায় আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ (৫০) তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।

আটক সিরাজুল ইসলাম চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য দুজন হলেন বনগ্রামের হায়াতুর মোল্লা (৫০) ও সোহেল মুন্সী (৩৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি লুৎফর রহমান মোল্লাকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাতেই তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আহত লুৎফর রহমান চাঁচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, হামলায় জড়িত সন্দেহে তাঁদের আটক করে ৫৪ ধারায় আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এজাহার না পাওয়ায় এখনো মামলা হয়নি। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই স্থানে পুলিশ টহল দিচ্ছে।

আরও পড়ুন