কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত: দুটি বগি সরানোর কাজ চলছে

লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি সরানোর কাজ চলছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায়
প্রথম আলো

কুষ্টিয়া মিলপাড়া এলাকায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের তিনটি বগি সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে তিনটি বগি সরিয়ে নেয়। আজ শনিবার সকাল ১০টা থেকে বাকি দুটি বগি সরানোর কাজ করছে উদ্ধারকারী ট্রেন।

ঘটনাস্থল থেকে পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, আশা করা হচ্ছে, বেলা দুইটা বা তিনটার মধ্যে লাইন ঠিক করা যাবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে মিলপাড়া এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে রেলের ট্রলির সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং ট্রলিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিকেল পাঁচটায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করে। এদিকে এ দুর্ঘটনার কারণে কুষ্টিয়া-রাজবাড়ী ও রাজশাহী-টুঙ্গিপাড়া রেলপথে পাঁচটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন