খাগড়াছড়িতে বিহারাধ্যক্ষ হত্যায় জড়িত সন্দেহে আটক ১

খাগড়াছড়ির গুগড়াছড়ি এলাকায় ধর্মসুখ বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ বিশুদ্ধা মহাথের ভান্তেকে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটক ৪৭ বছর বয়সী রূপায়ণ চাকমার বাড়ি দীঘিনালা উপজেলায় হলেও ঘরজামাই হিসেবে থাকেন জেলা সদরের কমলছড়ি এলাকায়। সেখান থেকেই গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়।

দীঘিনালার জোড়া ব্রিজ এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে রূপায়ণ কমলছড়ি এলাকার দিবাকর চাকমার মেয়ের জামাই।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ প্রথম আলোকে বলেন, নিহত বিশুদ্ধা মহাথের ভান্তের ব্যবহৃত সিম ব্যবহার করছিলেন আটক রূপায়ণ চাকমা। তাই তাঁকে ভান্তের হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে আটক করা হয়।

গত রোববার রাতে নিজের প্রতিষ্ঠিত ধর্মসুখ বৌদ্ধবিহারে ভিক্ষু বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে কুপিয়ে হত্যা করে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

বিশুদ্ধা মহাথের ভান্তে এলাকায় দানবীর ভান্তে নামে পরিচিত। আগামীকাল শনিবার ভান্তের মরদেহ দাহ করা হবে।

আরও পড়ুন