চশমাপরা সেই হনুমান লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জের ভাষানীগাঁও থেকে উদ্ধার করা চশমাপরা হনুমানটি রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে
প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লোকালয়ে বের হয়ে আসার পর আটক চশমাপরা হনুমানটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা একটার দিকে হনুমানটি অবমুক্ত করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন, চশমাপরা হনুমানটিকে উদ্ধারের পর থেকে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। রোববার সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় কমলগঞ্জের মাধবুপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামে বের হয়ে আসার পর হনুমানটি আটক করেছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন।

আরও পড়ুন