চাঁদপুরে ইলিশ, কারেন্ট জালসহ ১৯ জেলে আটক

ইলিশ
ছবি: সৌরভ দাশ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে নৌ পুলিশ ১৯ জেলেকে আটক করেছে। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

এ সময় ৩২ লাখ মিটার কারেন্ট জাল, ৩টি জেলে নৌকাসহ ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়, আর জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক জেলেদের মধ্যে বয়স কম হওয়ায় এক কিশোর জেলেকে মুচলেকা নিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আটক জেলেদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আর বয়স কম হওয়ায় এক কিশোর জেলেকে মুচলেকা নিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এবার এই নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার নৌ সীমানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।