জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে

পিরোজপুরে চীনা নাগরিক ফান ইয়েন জুং হত্যাকান্ডের স্থান পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনেপ্রথম আলো

পিরোজপুরে চীনা নাগরিক হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। চীনের নাগরিক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। পাশাপাশি পিরোজপুরে কর্মরত চীনের সব নাগরিকের কর্মস্থল ও আবাসিকস্থলের নিরাপত্তায় পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। তাঁদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন শেষে পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন। চীন সরকারের আর্থিক অনুদানে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে গতকাল বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চীনা নাগরিক ফান ইয়েন জুং ওরফে লাও ফান (৫৮) নিহত হন। ফান ইয়েন জুং সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব–কন্টাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফান ইয়েন জুং ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত ফান ইয়েন জুংয়ের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘দুর্বৃত্তদের হাতে চীনা নাগরিকের খুন একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ অপরাধীদের অভয়ারণ্য নয়। অপরাধীর রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। চীনা নাগরিক হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বাংলাদেশে চীনের দূতাবাসের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। চীনা দূতাবাসের তরফে দ্রুত বিচারের আশা প্রকাশ করা হয়েছে। আমরা চীনা দূতাবাসকে আশ্বস্ত করেছি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের কারণে উন্নয়নকাজে কোনো প্রভাব পড়বে না।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র‍্যাব-৮ (বরিশাল)-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম, সেতুর কুমিরমারা প্রকল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তা কাও চিয়েন হুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উল্লেখ্য, রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের কচা নদীর ওপর চীন সরকারের আর্থিক অনুদানে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চলছে। ফান ইয়েন জুং ওরফে লাও ফান সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কন্টাক্টর ও টেকনিশিয়ান ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফান ইয়েন জুং ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত ফান ইয়েন জুংয়ের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় সেতুর কুমিরমারা প্রকল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তা কাও চিয়েন হুয়া বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। গতকাল গভীর রাতে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম শেখ (৩০) ও মাসুদ রানা শেখ (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন