দুর্ঘটনায় আহত সেই যুবক পেলেন হুইলচেয়ার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ছাইদুলকে শুক্রবার বিকেলে হুইলচেয়ার দেওয়া হয়
সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের দুর্ঘটনায় আহত সেই যুবক ছাইদুল ইসলামকে (৩৩) হুইলচেয়ার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে এনে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। এ সময় ছাইদুলের বড় ভাই হাফিজার রহমান ও চাচাতো ভাই শফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

গতকাল প্রথম আলো অনলাইনে ‘একটি হুইলচেয়ারের জন্য আকুতি দুর্ঘটনায় আহত যুবকের’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলামের নজরে আসে। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ছাইদুলের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেন। পরে বিকেল পাঁচটার দিকে ছাইদুল ও তাঁর ভাইকে উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে এনে তাঁদের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান।

প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদটি ডিসি স্যারের নজরে আসে। পরে স্যার হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন।
এস এম হাবিবুল হাসান, ইউএনও, আক্কেলপুর

ছাইদুলের বড় ভাই হাফিজার রহমান বলেন, ‘ইউএনও স্যার আমাদের ডেকে নিয়ে আমার ছোট ভাইকে একটি হুইলচেয়ার দিয়েছেন। হুইলচেয়ারটি পেয়ে আমরা খুশি হয়েছি।’

এ বিষয়ে ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, ‘প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদটি ডিসি স্যারের নজরে আসে। পরে স্যার হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন। শুক্রবার বিকেলে ছাইদুল ইসলামকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম বলেন, সংবাদটি তাঁর নজরে আসার পরপরই দুর্ঘটনায় আহত যুবক ছাইদুলের জন্য একটি হুইলচেয়ার পাঠানো হয়। সংবাদটি দেখে হুইপ আবু সাঈদ আল মাহমুদ তাঁকে ফোন করে হুইলচেয়ার দেওয়ার কথা বলেছিলেন।

এ বিষয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘মানবিক প্রতিবেদনটি দেখে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলামকে দ্রুত হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতে বলেছিলাম।’