ধুনটে পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ঝলকি খাতুন (৩৬) নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের ভাশুর (স্বামীর বড় ভাই) হেলাল আকন্দ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। সমাজচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে সালিস বৈঠকে মারধরের সময় স্বামী-সন্তানকে বাঁচাতে গিয়ে গত রোববার দুপুরে নিজ বাড়িতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ঝলকি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত ঝলকি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী গ্রামের মোহন আকন্দ নামের এক ভ্যানচালকের স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি রুহুল আমিন ওরফে রতন (৪৫) ও লিটন শেখ (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন গোসাইবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও পশ্চিম গুয়াডহুরী গ্রামের বাসিন্দা। লিটন শেখও একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝলকি খাতুন প্রায় ১৮ বছর ধরে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর স্বামী জিল্লুর রহমান প্রতিবন্ধী ছেলে মিলন রহমানকে নিয়ে গ্রামের বাড়িতে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঝলকি ঈদের ছুটিতে গতকাল দুপুরে স্বামীর বাড়িতে আসেন। প্রায় তিন মাস আগে প্রতিবেশী এক বিধবা নারীকে যৌন নির্যাতনের অভিযোগে জিল্লুর রহমানের পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেন যুবদলের নেতা রুহুল আমিন। এতে রুহুল আমিনের ওপর ক্ষুব্ধ হন জিল্লুর রহমান। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ–মীমাংসার জন্য জিল্লুর রহমানের বাড়িতে রুহুল আমিনের নেতৃত্বে সালিস বৈঠক বসে। ওই বৈঠকে হাতাহাতির একপর্যায়ে ক্ষুব্ধ জিল্লুর রহমানের ছুরিকাঘাতে আহত হন রুহুল আমিন।

এলাকার বাসিন্দারা আরও জানান, রুহুল আমিন ছুরিকাহত হওয়ার পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, রুহুল আমিন মারা গেছেন। এতে তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে জিল্লুর রহমান, ছেলে মিলন রহমান ও ছোট ভাই মিজানুর রহমানকে পিটিয়ে আহত করেন। এ সময় স্বামী-সন্তান ও দেবরকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত হন ঝলকি খাতুন। পরে হাসপাতালে তিনি মারা যান।

একই সময়ে ছুরিকাহত রুহুল আমিন, তাঁর স্ত্রী নাছিমা খাতুন, প্রতিবেশী লিটন ও সোহেল রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে ঝলকির মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ যুবদলের নেতা রুহুল আমিন ও প্রতিবেশী লিটন মিয়াকে আটক করে। আজ মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রুহুল আমিন আটক অবস্থায় প্রথম আলোকে বলেছিলেন, ‘সালিস বৈঠকে ছুরিকাঘাতে আমার মৃত্যুর খবরে গ্রামবাসী জিল্লুর রহমান ও তাঁর পরিবারের লোকজনকে মারপিট করেছেন। আমি কাউকে মারধর করিনি।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ঝলকি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি রতন ও লিটন নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।