নোয়াখালীর সেই নারীকে ধর্ষণ মামলার রায় সোমবার

আদালত
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৭) দুই দফায় ধর্ষণের অভিযোগে করা মামলার রায় সোমবার। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর আদালতে আজ এ রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

আদালতের স্টেনোগ্রাফার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা ওই নারীর (৩৭) বসতঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তাঁরা ঘরে থাকা নারীর স্বামীকে বেঁধে রেখে নারীকে বিবস্ত্র করে অমানুষিকভাবে নির্যাতন করেন। ঘটনার ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে বিষয়টি জানাজানি হয়। সারা দেশে ধর্ষণ ও নির্যাতনবিরোধী আন্দোলন শুরু হয়।

এ ঘটনার পর ২০২০ সালের ৬ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফয়জুল কবীর নোয়াখালীতে এসে ওই নারীর সঙ্গে দেখা করেন। তখন ওই নারী তাঁর কাছে অভিযোগ করেন, বিবস্ত্র করে নির্যাতনের আগে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তাঁকে দুই দফা ধর্ষণ করেছেন। এর মধ্যে প্রথম দফা ধর্ষণ করে ২০১৯ সালের ৫ অক্টোবর, দ্বিতীয়বার ২০২০ সালের ৭ এপ্রিল। ধর্ষণের সময় দেলোয়ারের সহযোগী আবুল কালামও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

সূত্র জানায়, ওই দিন রাতেই (৬ অক্টোবর, ২০২০) বেগমগঞ্জ থানায় ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সিরাজুল মোস্তফা অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর গত ১৭ ফেব্রুয়ারি অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এ অভিযোগ গঠন করা হয়। গত প্রায় সাত মাসে সাক্ষ্য গ্রহণ, শুনানি ও যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. জয়নাল আবদীন। মামলায় অভিযুক্ত দুই আসামি দেলোয়ার ও আবুল কালাম কারাগারে রয়েছেন।

আরও পড়ুন