পাবনায় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

গতকাল বিকেলে পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রাতেই পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের পেছনের ১০টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রেলকর্মীরা ট্রেনটি উদ্ধার করে।

রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মালবাহী ওই ট্রেনটি সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বড়ালব্রিজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

জানতে চাইলে শাহীদুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে রেলের যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ জানতে গতকাল রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন