মোটরসাইকেলে চলাচলের অনুমোদন পেলেন সাংবাদিকেরা

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকেরা অবশেষে পৌরসভা নির্বাচনের খবর সংগ্রহের জন্য মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন পেয়েছেন। আজ রোববার রাত নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ মোটরসাইকেল চলাচলের জন্য সাংবাদিকদের হাতে স্টিকার তুলে দেন।

এর আগে তিনি (রিটার্নিং কর্মকর্তা) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

২২ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না। এতে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকেরা বিপাকে পড়েন।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকেরা আজ রাতে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেন এবং মোটরসাইকেল স্টিকারের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেন। পরে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ে যোগাযোগ করে স্টিকার ব্যবহারের অনুমোদন দেন।

আরও পড়ুন