যশোরে আবার ভারত-ফেরত করোনা রোগীর পলায়ন

যশোর জেলার মানচিত্র

যশোরে আবার করোনা রোগীর পলায়নের ঘটনা ঘটেছে। এবার জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারতফেরত এক করোনা রোগী। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম ইউনুস আলী গাজী (৪০)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি আজই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন। এরপর সেখান থেকে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউনুস আলী আজ বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারত থেকে ফেরার সময় তাঁর করোনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ বলে উল্লেখ ছিল। এ কারণে তাঁকে জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠান। কিন্তু সন্ধ্যার দিকে তিনি ওই হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, বিকেলে করোনা পজিটিভ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। নার্সরা সন্ধ্যার দিকে ওই ওয়ার্ডের অন্য রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তি মুঠোফোনে কথা বলার ছলে ওয়ার্ডের বাইরে বেরিয়ে যান। তখন ওয়ার্ডের ফটকে পুলিশি পাহারা ছিল। তার মধ্যেই তিনি পালিয়ে যান। বিষয়টি জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ২৪ ও ২৫ এপ্রিল এই হাসপাতাল থেকে ভারতফেরত ৭ জনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন হওয়ার পর ২৬ এপ্রিল রাতে ওই রোগীদের আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ। সর্বশেষ গত ১০ মে ভারতফেরত ৭ করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। ওই দিন বিকেলেই আদালত তাঁদের জামিনে মুক্তি দেন।