যশোরে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন আরও ২১৯ জন

যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা আরও ২১৯ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মোট ভারতফেরত ৩৩০ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন। আজ বুধবার এসব ছাড়পত্র দেওয়া হয়। কাল বৃহস্পতিবার যশোর থেকে আরও ২০৪ জনকে কোয়ারেন্টিন ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে আজ বেনাপোল দিয়ে দুটি মরদেহ ও ৩০ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মরদেহ দুটি বগুড়া ও নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। মরদেহের সঙ্গে ফেরা ৫ স্বজনকে সরকারি তত্ত্বাবধানে নিজ নিজ জেলাতেই কোয়ারেন্টিনে রাখা হবে। ভারতফেরত অন্য ২৫ যাত্রীর মধ্যে দুজনকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে এবং ২৩ জনকে যশোর শহর ও বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আরও পড়ুন

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের মধ্যে গত তিন দিনে ৩৩০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে যশোরে ৭২৩ জন কোয়ারেন্টিনে। এর মধ্যে বৃহস্পতিবার আরও ২০৪ জন ছাড়পত্র পাবেন।

যশোর ছাড়াও নড়াইলে ১২১ জন, খুলনায় ৫২৩, ঝিনাইদহে ১৫৩, সাতক্ষীরায় ৩৩০, মাগুরায় ১০১ ও বাগেরহাটে ২৫ জন ভারতফেরত যাত্রী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।