রণদার জন্মজয়ন্তী ও কুমুদিনীর প্রতিষ্ঠা দিবসে মির্জাপুরে নানা আয়োজন

দানবীর রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী ও কুমুদিনী কল্যাণ সংস্থার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী চত্বরে
প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার কুমুদিনী কমপ্লেক্সে ভারতেশ্বরী হোমসের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে কুমুদিনী কল্যাণ সংস্থার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও হয়।

অনুষ্ঠান দুটি ঘিরে আজ সকাল থেকেই পুরো কুমুদিনী চত্বর আনন্দ আয়োজনে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশ নিতে দুপুরের পর থেকেই দেশি-বিদেশি অতিথিরা কুমুদিনী চত্বরে আসতে থাকেন। অতিথিদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাংসদ সিমিন হোসেন ও আরমা দত্ত, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন, ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, তাঁর স্ত্রী শাহীন আনাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা নারী নেত্রী সুলতানা কামাল, আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির, জাপান দূতাবাসের উপ–প্রধান ইয়ামায়া হিরোইয়োকি, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক শ্রীমতী সাহা প্রমুখ ছিলেন।

মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল পাঁচটায় ভারতেশ্বরী হোমসের মাঠে। এ সময় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। এর মাধ্যমে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ছাড়াও তুলে ধরা হয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্য।

১৯৩৮ সালে শোভাসুন্দরী ডিসপেনসারি ও ভারতেশ্বরী বিদ্যাপীঠ দিয়ে রণদা প্রসাদ সাহা তাঁর জনহিতকর কাজ শুরু করেন। তখন পুরোটাই তাঁর নিজস্ব সম্পত্তি ছিল। ১৯৪৭ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। পুরো সম্পত্তি ট্রাস্টে দান করে দেন।

পরে কুমুদিনী কল্যাণ সংস্থার পক্ষ থেকে অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তিনি বলেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহা ৯০ বছর আগে কুমুদিনী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা উপমহাদেশে নানা ভালো পরিবর্তনে সহযোগিতা করেছে। ১৯৭১ সালে তাঁকে ও আমার বাবা ভবানী প্রসাদ সাহাকে পাকিস্তানি হানাদারেরা ধরে নিয়ে যায়। ওই সময় তাঁদের সঙ্গে এই এলাকার অন্তত ৬০ জন মানুষকে আমরা হারিয়েছি। রণদার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া স্থাপনা হারায়নি। আজও সগৌরবে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

এরপর পুরো চত্বরে থাকা বিদ্যুতের আলো হঠাৎ বন্ধ হয়ে যায়। ভারতেশ্বরী হোমসের জ্যেষ্ঠ শিক্ষক কবি ও সাহিত্যিক হেনা সুলতানার সঞ্চালনায় শিক্ষার্থীরা ‘ও আলোর পথের যাত্রী’, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’সহ কয়েকটি গানের সঙ্গে মোমবাতি প্রজ্বালন করে রণদার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় অতিথিরা এক মিনিট নীরবতা পালন করেন।

দানবীর রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী ও কুমুদিনী কল্যাণ সংস্থার ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শারীরিক কসরত প্রদর্শন করছে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের মাঠে
প্রথম আলো

অনুষ্ঠানের অতিথি সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘রণদা বিষয়ে সবচেয়ে বড় কথা তাঁর জীবন দর্শন। তিনি দানকে তাঁর দায় বলে গেছেন। তিনি দায় হিসেবে সমাজের সেবা করে গেছেন। যা আমাদের সবার জন্য বিরাট বড় শিক্ষা। এই দায় থেকেই আমাদের ভালো কিছু অর্জন করতে হবে।’

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘রণদা প্রসাদ সাহা আমাদের সমাজ ও দেশকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। তিনি নারী অধিকার, শিশুদের শিক্ষার অধিকারের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। যেখান থেকে আমরা নিজেরা অনুপ্রাণিত হয়ে যে যেটুকু পারি, সেটুকুই সমাজের জন্য উপহার দিয়ে ভালো কিছু করতে পারি।’

১৮৯৬ সালের ১৫ নভেম্বর দেবেন্দ্রনাথ পোদ্দার ও কুমুদিনী দেবীর দ্বিতীয় পুত্র রণদা সাভারের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন টাঙ্গাইলের মির্জাপুরে। ১৯৩৮ সালে শোভাসুন্দরী ডিসপেনসারি ও ভারতেশ্বরী বিদ্যাপীঠ দিয়ে তাঁর জনহিতকর কাজ শুরু করেন। তখন পুরোটাই তাঁর নিজস্ব সম্পত্তি ছিল। ১৯৪৭ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। পুরো সম্পত্তি ট্রাস্টে দান করে দেন। পঞ্চাশের দুর্ভিক্ষের (১৯৪৩) সময় তিনি সারা দেশে প্রায় ৩০০টির মতো লঙ্গরখানা খুলে কয়েক মাস নিজ অর্থে বুভুক্ষু মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। এ জন্য ব্রিটিশ সরকার তাঁকে ‘রায় বাহাদুর’ খেতাব প্রদান করে।

দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে ১৯৭১ সালের ৭ মে নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্স থেকে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা ধরে নিয়ে যায়। আর ফিরে আসেননি তাঁরা।

আরও পড়ুন