শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ

শাবিপ্রবির শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ১৭ জানুয়ারি
ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের হাদী চত্বরে ওই মানববন্ধন হয়।

বক্তারা বলেন, ‘সব সময় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর দমন–পীড়ন চালান। পান থেকে চুন খসলেই শিক্ষার্থীদের ওপর নেমে আসে নিয়মের খড়্গ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের একক ক্ষমতা, ঔপনিবেশিক শাসন ও এগুলোর চর্চা বন্ধ হোক। ক্যাম্পাসে কিছু করলেই পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানো হয়।’ ক্যাম্পাসে পুলিশ থাকবে কেন, সেই প্রশ্ন করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তখন ধরে নেওয়া হয় তিনি নিরাপদ আশ্রয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের জন্য সবচেয়ে অনিরাপদ জায়গা। কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আঘাত করলে তা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পড়ে।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেছিলেন হলের কয়েক শ ছাত্রী। রোববার উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে মুক্ত করে। রাতে উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বলেন।