শিমুলিয়ায় শত শত যাত্রী নিয়ে ছেড়ে গেল একটি ফেরি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শত শত যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ফেরি যমুনাদীপু মালাকার

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে দীর্ঘ সময় বন্ধ থাকার পর হাজারের বেশি যাত্রী ও ৮টি অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে গেছে যমুনা আইটি-৩৯৫ নামের একটি ফেরি। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে ৪ নম্বর ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির নৌ কর্মকর্তা আহম্মেদ আলী প্রথম আলোকে বলেন, সকালে ঘাটে কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স এসে জড়ো  হয়। অ্যাম্বুলেন্সগুলো পার করতে যমুনা আইটি-৩৯৫ ফেরিটি ঘাটে ভেড়ানো হয়। সে সময় ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। কোনোভাবে যাত্রীদের আটকানো যায়নি। ফেরিতে গাদাগাদি করে উঠে পড়েন যাত্রীরা। সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফেরিটি বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

শিমুলিয়া ঘাট থেকে আজ সোমবার সকালে ছেড়ে যায় একটি ফেরি
প্রথম আলো

যারা ফেরিতে উঠতে পারেননি তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে ৩ নম্বর ঘাটে জড়ো হয়েছেন।

আরও পড়ুন