শ্যামনগরে ব্যক্তিগত গাড়ি নদীতে: আরও একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ার ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন। তাঁর বাড়ি সাতক্ষীরা শহরের ইটগাছা গ্রামে। এ নিয়ে ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো। এর আগে মারা গেছেন ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের আরাফাত মোল্লা (২২)। ইব্রাহিম হোসেন আরাফাত মোল্লার ভগ্নিপতি।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতউল গণি বলেন, রাতে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম হোসেন মারা যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার বিকেলে খেলাধুলা শেষে আরাফাত মোল্লা ব্যক্তিগত গাড়িতে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথে শওকতনগরে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চুনা নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত গুমনতলী গ্রামের ইমাম হাসান (২৩), সাইফুল্লাহ (২৪) ও  রবিউল ইসলাম (২৫) এখনো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ইব্রাহিম হোসেনের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন