শ্রীপুরে নির্যাতনের শিকার সেই শিশু মারা গেছে

মরিয়ম আক্তার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে নির্যাতনের শিকার আড়াই বছর বয়সী শিশু মরিয়ম আক্তার অবশেষে মারা গেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজতে আছেন তার সৎমা আলিফা আক্তার (৩০)।

শিশুর দাদা আফাজ উদ্দিন রোববার রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরিয়মকে গত ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার তিনটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা একটি অস্ত্রোপচার করেছিলেন। শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল। তার নিউমোনিয়ার চিকিৎসা চলমান ছিল। এর মধ্যেই রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফাজ উদ্দিন জানিয়েছেন, শিশুর বাবা মো. মোস্তফা ফকির দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকেন। শিশুকে হাসপাতালে ভর্তি করার পর থেকে দেশে আসার জন্য বারবার চেষ্টা করেও করোনা পরিস্থিতির জন্য আসতে পারেননি। তাকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

শিশু মরিয়ম আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার বাসিন্দা মো. মোস্তফা ফকিরের মেয়ে। মোস্তফা গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা গ্রামে জায়গা কিনে বাড়ি করেছেন। সেখানে থাকেন দ্বিতীয় স্ত্রী আলিফা আক্তার। মোস্তফা ফকিরের প্রথম স্ত্রী সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তান মরিয়মকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে সম্প্রতি মোস্তফা বিদেশে গিয়েছিলেন। এরপর ওই শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে সৎমা আলিফা আক্তারের বিরুদ্ধে। নির্যাতনের অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়। শিশুর দাদা আফাজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। গত ১৪ আগস্ট আসামি হিসেবে আলিফা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন