সুনামগঞ্জে পানির তোড়ে ভেঙে পড়ল সেতু

এই স্থানে থাকা সেতুটি বৃহস্পতিবার দুপুরে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে। বিকেলে সুনামগঞ্জ-দোয়ারাবাজার উপজেলা সড়কের রামপুর এলাকায়
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের সুনামগঞ্জ-দোয়ারাবাজার উপজেলা সড়কের রামপুর এলাকার একটি পাকা সেতু পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে পড়েছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি সুনামগঞ্জ-দোয়ারাবাজার উপজেলা সড়কের দোহালিয়া ইউনিয়নের রামপুর এলাকায়। এই সড়ক দিয়ে দোয়ারবাজারের মানুষ জেলা শহরে যাতায়াত করেন। আজ দুপুরে হঠাৎ করে সেতুর একপাশের সংযোগ সড়ক পানির তোড়ে ভেঙে যায়। এরপর মুহূর্তেই পুরো সেতুটি ভেঙে পড়ে।

আরও পড়ুন

রামপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, সেতুর ওপরে কয়েকজন লোক ছিলেন। তাঁরা তখন দৌড়ে সেখান থেকে সরে যান। এরপরই সেতুটি ভেঙে পানিতে তলিয়ে যায়।

দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী মো. রাশেদুর রহমান জানান, ২০০৯ সালে সেতুটি নির্মাণ করা হয়। দৈর্ঘ্য ২০ মিটার। ঢলের পানির তীব্র স্রোতে সেতুটি পানিতে ধসে পড়েছে। পানির তোড়ে ওই এলাকার সড়কে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

সুনামগঞ্জে ১৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। নামছে উজান থেকে পাহাড়ি ঢল। এতে জেলার পাঁচটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এর মধ্যে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আক্রান্ত বেশি। এসব উপজেলায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।