ইজিবাইকস্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু

ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায়
প্রথম আলো

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় আবদুল রসিদ (৫০) নামের আহত এক ব্যক্তি আজ বুধবার মারা গেছেন। ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিবাদমান দুটি পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। পুলিশ প্রশাসন এ নিয়ে সতর্ক রয়েছে এবং সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের খোয়াই সেতু এলাকায় একটি ইজিবাইক (টমটম) স্ট্যান্ড পরিচালনা ও দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আবদুর রসিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথা টেঁটাবিদ্ধ হয়। ছয় দিন ধরে চিকিৎসা চলা অবস্থায় আজ ভোরে তাঁর অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এই মৃত্যুর সংবাদ সকালে এলাকায় পৌঁছালে দুটি পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আবদুল রসিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় যেন পুনরায় সংঘাতের সৃষ্টি না হয়, এ জন্য পুলিশ সতর্ক রয়েছে। সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন